তাপসের প্ররোচনায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, অভিযোগ খোকনের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পেছনে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের হাত আছে বলে অভিযোগ করেছেন সাঈদ খোকন। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
শেখ ফজলে নূর তাপস ও সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পেছনে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের হাত আছে বলে অভিযোগ করেছেন সাঈদ খোকন। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে খোকন জানান, তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ও তার পরিবারের সদস্যদের আটটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য আদালতে আবেদন করে।

‘মেয়র হিসেবে দায়িত্বপালনে চরমভাবে ব্যর্থ হওয়ার পর, তাপস আমাকে হয়রানি করতে শুরু করেছে’ উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘আমরা আইনগতভাবে এর মোকাবিলা করব এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাব।’

খোকন আরও জানান, তার ব্যাংক অ্যাকাউন্টে সাত কোটি ৬৪ লাখ টাকা আছে। অ্যাকাউন্ট জব্দ হওয়ায় মহামারির মধ্যে বিভিন্ন ইউটিলিটি বিল এবং পারিবারিক ব্যবসায়ের কর্মচারীদের বেতন দিতে পারছেন না।

এছাড়া আদালতের মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট চালু করে দেওয়ার জন্যও তিনি দুদককে অনুরোধ জানান।

সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অস্বাভাবিক পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে—দুদকের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের আটটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন।

এ বিষয়ে দুদকের ‘নিরপেক্ষ’ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে খোকন বলেন, ‘তদন্তের বিষয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে, একজন নাগরিক হিসেবে আমি আশা করব, দুদক যেন কারও দ্বারা প্ররোচিত না হয়ে এই তদন্ত পরিচালনা করে।’

সাঈদ খোকন বলেন, ‘ঢাকার জনগণ এই ‘‘হয়রানি’’ মেনে নেবে না এবং প্রয়োজন হলে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।’

এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের জানান, যেহেতু এটা একটি বিচারাধীন বিষয় তাই মেয়র শেখ ফজলে নূর তাপস সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে কোনো জবাব বা বিবৃতি দেবেন না।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago