জঙ্গিদের এখন বড় হামলা চালানোর সামর্থ্য নেই: র‍্যাব মহাপরিচালক

এই মুহূর্তে দেশে বড় হামলা চালানোর সামর্থ্য জঙ্গিদের নেই বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
RAB_DG
ছবি: সংগৃহীত

এই মুহূর্তে দেশে বড় হামলা চালানোর সামর্থ্য জঙ্গিদের নেই বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ দুপুরে র‌্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে আছি। বড় কোনো ঘটনা ঘটে যাওয়ার আগেই আমরা ব্যবস্থা নিচ্ছি।’

তিনি জানান, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর থেকে এখন পর্যন্ত গত পাঁচ বছরে সারাদেশে অভিযান চালিয়ে অন্তত দেড় হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আত্মসমর্পণের পরে জঙ্গি সংগঠনের ১৬ জনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ২০ জন দেশি-বিদেশি নাগরিক ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

সাগর-রুনি হত্যা তদন্ত নিয়ে র‍্যাবের ডিজি বলেন, ‘আমরা গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবো।’

কিশোর গ্যাংগুলোর বিরুদ্ধে র‍্যাবের অভিযানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি পরিবার থেকে সন্তানের প্রতি আরও নজর দেবে। পাশাপাশি সমাজ ও শিক্ষাঙ্গনকে এগিয়ে আসতে হবে। যারা কিশোরদের গ্যাংয়ে রূপান্তর করছে সেইসব পৃষ্ঠপোষকদেরও ছাড় দেওয়া হবে না।’

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

1h ago