বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের, দায় এড়াতে পারে তিতাস?
মগবাজারে বিস্ফোরণে আট জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের তদন্তকারীরা ধারণা করছেন ২৭ জুন রাতে ভয়াবহ বিস্ফোরণটি জমে থাকা গ্যাসের কারণে ঘটে থাকতে পারে। প্রশ্ন হচ্ছে ছড়িয়ে পড়া গ্যাসের উৎস কোথায়? ত্রুটিপূর্ণ পাইপলাইন থেকে দুর্ঘটনা ঘটলে তিতাস কি দায় এড়াতে পারে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে এসব বিষয় নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।
Comments