রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনায় মারা গেছেন পাঁচ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন।
আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে তিন জন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জ ও একজন নওগাঁও’র বাসিন্দা।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জ ও একজন নাটোরের বাসিন্দা।
মৃতদের মধ্যে সাত জন পুরুষ ও পাঁচ জন নারী। তাদের বয়স ৩১ বছর থেকে ৬১ বছর পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৬৩ জন। সেখানে মোট ভর্তি রয়েছেন ৪৬০ জন।
রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআরে ৪৫৫টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ২০১ জন।
অপর দিকে, রামেক হাসপাতালের আরটি-পিসিআরে ১৮৮টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ৪৭ জন।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩২ দশমিক ০৬ শতাংশ, নওগাঁয় ৪৮ দশমিক ৭৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৫০ শতাংশ।
Comments