মগবাজার বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল নয় জনে।
আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান ইমরান হোসেন (২৫)।
ইমরানের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ।
তিনি বলেন, ইমরানের শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল এবং শরীরে গ্লাসের কাটা চিহ্ন ছিল। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আরও চার জন ভর্তি আছেন। এর মধ্যে নুরুন্নবী ও রাসেল নামের দুই জনের অবস্থা আশংকাজনক।
একই ঘটনায় ঢাকা মেডিকেলে আরও তিন জন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
ইমরানের ছোটবোন আইরিন ডেইলি স্টারকে জানিয়েছেন, তাদের বাসা শান্তিনগরে। ইমরান স্ত্রী নিয়ে মগবাজার এলাকায় থাকতেন। তিন বছর আগে তিনি বিয়ে করেন। দুই বছর ধরে ইমরান মগবাজার ওয়ারলেস এলাকায় ‘বেঙ্গল মিট’ প্রতিষ্ঠানে সেলসম্যানের চাকরি করছিলেন। ওইদিন সন্ধ্যায় লোক মারফত সংবাদ পান মগবাজারে ইমরানের প্রতিষ্ঠানের পাশে বিস্ফোরণ হয়েছে। ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন:
মগবাজার বিস্ফোরণ: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা
মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে পুলিশের ৭ সদস্যের কমিটি
৪৪ ঘণ্টা পর মগবাজারের ধ্বংস্তুপ থেকে উদ্ধার আরও এক মরদেহ
Comments