চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, করোনা শনাক্ত হার বেড়ে ৪৩.৮০ শতাংশ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় ১২১টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮০ শতাংশ।
আজ বুধবার সকালে চুয়াডাঙ্গার জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনায় মৃত তিন জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৫ জন।’
ডা. মারুফ হাসান আরও জানান, নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা ১৩ জন, দামুড়হুদার ১০ জন, আলমডাঙ্গার সাত জন ও ২৩ জন জীবননগর উপজেলার বাসিন্দা। আজ সকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ৩১৯ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৯৭৩ জন এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে আইসোলেশনে আছেন ৭০ জন। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৩ জন। বর্তমানে সক্রিয় রোগী এক হাজার ৪৩ জন।
এর আগের ২৪ ঘণ্টায় ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৪ শতাংশ। এ সময় মারা গেছেন চার জন।
Comments