ইউরোর কোয়ার্টার ফাইনালের সূচি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়েছে। শেষ ষোলোর বাধা টপকে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে এই দলগুলো।
মঙ্গলবার রাতে ইংল্যান্ড-জার্মানি ও ইউক্রেন-সুইডেন ম্যাচের পর শেষ আটের লাইনআপ নির্ধারিত হয়েছে। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইংল্যান্ড ও অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ইউক্রেন উঠেছে পরের পর্বে।
ইংল্যান্ড ও ইউক্রেনের আগে শেষ আটের টিকিট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন ও সুইজারল্যান্ড। এদের মধ্যে কোনো এক দল আগামী ১২ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামে করবে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস।
ইতোমধ্যে ছিটকে গেছে ফেভারিটের তকমা নিয়ে ইউরোতে আসা শিরোপাধারী পর্তুগাল ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বিদায় ঘণ্টা বেছে গেছে জার্মানি, নেদারল্যান্ডস ও ওয়েলসেরও। তাদের সবারই পথচলা থেমেছে শেষ ষোলোতে।
কোয়ার্টার ফাইনালের সূচি:
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
---|---|---|---|
০২/০৭/২১ | রাত ১০টা | সুইজারল্যান্ড-স্পেন | সেইন্ট পিটার্সবার্গ |
০৩/০৭/২১ | রাত ১টা | ইতালি-বেলজিয়াম | মিউনিখ |
০৩/০৭/২১ | রাত ১০টা | চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক | বাকু |
০৪/০৭/২১ | রাত ১টা | ইউক্রেন-ইংল্যান্ড | রোম |
Comments