টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে বাংলাদেশের সামনে যেসব সিরিজ
প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে হতাশায়। ৯ দলের মধ্যে সবার নিচে থেকে আসর শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় আসরের ক্যালেন্ডারও ঠিক হয়েছে। তাতে মোট ছয়টি সিরিজ পাচ্ছে বাংলাদেশ। তবে এবার তিন টেস্টের কোন সিরিজ পাচ্ছে না বাংলাদেশ।
প্রথম আসরে আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপিতে) তিন টেস্টের সিরিজ ছিল দুটি। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে হয়নি একটিও। তবে বাস্তবতা যাই থাকুক এবার শুরুতেই টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের। নতুন আসরে ছয় সিরিজে মোট ১২ টেস্ট খেলবে মুমিনুল হকের দল।
আগামী নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। ডিসেম্বরে হোম সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডে টেস্ট খেলতে যাবে মুমিনুলরা।
২০২২ সালের মার্চ-এপ্রিলে সিরিজ আছে দক্ষিণ আফ্রিকায়, জুলাই-আগস্ট মাসে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। এরপর ওই বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টুর্নামেন্ট।
এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ম্যাচ পাচ্ছে ইংল্যান্ড। মোট ২১ টেস্ট খেলবে জো রুটের দল। ২০২৩ সালের জুন পর্যন্ত ভারত খেলবে ১৯ টেস্ট। অস্ট্রেলিয়া ১৮ টেস্ট, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান খেলবে ১৪ টেস্ট।
১৩টি করে টেস্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
Comments