দীলিপ কুমার আইসিইউতে, নাসিরুদ্দিন শাহ একই হাসপাতালে ভর্তি

দুই সপ্তাহ আগে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। কিন্তু, আজ আবারো অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
শ্বাসকষ্টের সমস্যার কারণে আজ বুধবার সকালে মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে আছেন এই অভিনেতা। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার।
একইদিনে বলিউডের আরেক খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। এবার ফুসফুসে সংক্রমণের কারণে দুদিন আগে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জি-নিউজ জানিয়েছে।
Comments