সরকারি-বেসরকারি কর্মকর্তাদের মধ্যে তথ্য না দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে: পিআইবি’র ডিজি
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) মো. জাফর ওয়াজেদ বলেছেন, তথ্য অধিকার আইন অনুযায়ী প্রত্যেক সরকারি দপ্তরে একজন তথ্য অফিসার থাকার নিয়ম। কিন্তু বাস্তবে তা নেই।
তিনি বলেন, ‘সরকারি বা বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তথ্য না দেওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। কিন্তু জনস্বার্থে যেকোনো তথ্য চাওয়ার অধিকার গণমাধ্যমকর্মীদের আছে।’
পিআইবি’র উদ্যোগে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের অবহিতকরণ’ কর্মশালায় পিআইবি’র ডিজি মো. জাফর ওয়াজেদ এসব কথা বলেন।
আজ বুধবার সকালে পিআইবি’র সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং বার্ষিক কর্ম সংস্থাপন চুক্তি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।
Comments