মহামারির এই সময়ে কেমন যাচ্ছে স্যানিটেশন কর্মীদের জীবন?
স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কর্মীদের দুঃসহ জীবন মহামারির প্রভাবে হয়ে পড়েছে আরও মানবেতর। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের ওপর এখন যোগ হয়েছে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা। করোনা মহামারিকালে কীভাবে যাচ্ছে তাদের জীবন?
স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দ্য ডেইলি স্টার, ওয়াটার এইড বাংলাদেশ এবং সুইডেনের বাংলাদেশি দূতাবাস সম্মিলিতভাবে একটি ক্যাম্পেইন শুরু করেছে, যার নাম ‘The Untold Stories of Sanitation and Waste Workers’। এই ক্যাম্পেইনে মাস জুড়ে থাকছে বিভিন্ন আয়োজন। ক্যাম্পেইনের আজকের পরিবেশনায় দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন পরিচ্ছন্নতা কর্মী কণা নাগমনি লতা এবং আইটিএন-বুয়েটের পরিচালক ড. তানভীর আহমেদ।
Comments