জাবি শিক্ষার্থী ৭ দিন ধরে নিখোঁজ, প্রধানমন্ত্রীর সহায়তা চাইছেন পরিবারের সদস্যরা

গত এক সপ্তাহ ধরে নিখোঁজ আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান রাজু। সাত দিন ধরে খোঁজাখুঁজির পর তার সন্ধান না পয়ে এবার প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

গত এক সপ্তাহ ধরে নিখোঁজ আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান রাজু। সাত দিন ধরে খোঁজাখুঁজির পর তার সন্ধান না পয়ে এবার প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে তার পরিবারের সদস্যরা।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ জাহিদ হাসান রাজুর পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

এক বছর বয়সী কন্যাসন্তান নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদ হাসানের স্ত্রী হাফসা আক্তার। স্বামীর সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি।

সংবাদ সম্মেলনে হাফসা আক্তার বলেন, ‘যে কোনো মূল্যে আমি আমার স্বামীর সন্ধান দাবি করছি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাচ্ছি না। দিনদিন আমাদের শঙ্কা বাড়ছে। আমাদের মেয়ে মোবাইলে বাবা বাবা বলে ডাকছে, কিন্তু অবুঝ শিশুকে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই।’

নিখোঁজ জাহিদ হাসান রাজুর পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে নিখোঁজ জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম বলেন, ‘একমাত্র ছেলে জাহিদকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। গত ২৪ তারিখের পর থেকে আমরা তার কোনো খোঁজ জানি না। থানায় জিডি করেছি। কিন্তু, এখনো কোনো সন্ধান পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ২৬ জুন জাহিদের নাম্বার থেকে কল করে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কে বা কারা সে টাকা দাবি করছে আমরা বুঝতে পারছি না। আমাদের সাধ্যমতো কিছু টাকা পাঠানোর পরেই সে নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়।’

এ বিষয়ে পল্লবী থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘নিখোঁজ জাহিদ হাসানকে উদ্ধার করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। আমরা জানতে পেরেছি একটি প্রতারক চক্র পরিবারের কাছ থেকে নানাভাবে অর্থ হাতিয়ে নিয়েছে। পুরো বিষয়টি প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যে পুলিশ খতিয়ে দেখছে।’

গত ২৪ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানী মিরপুরের মেস থেকে মাগরিবের নামাজ পড়তে বের হন জাহিদ। তবে নামাজ শেষে তিনি আর বাসায় ফিরে আসেননি। তখন থেকেই তার ব্যবহৃত মোবাইল দু’টি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শনিবার পল্লবী থানায় জিডি করা হয়।

আজ বুধবার সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবীর, অধ্যাপক সুবর্ণা কর্মকার, সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন, রসায়ন সংসদের সাবেক ভিপি সাইফুল ইসলাম এবং নিখোঁজ জাহিদ হাসানের সন্তান তাবিয়া ও তার বন্ধুরা।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago