দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আজ বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়।

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথম মেয়াদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নিয়োগকাল শেষ হবে আগামী ২১ আগস্ট।

আদেশে বলা হয়েছে, প্রথম মেয়াদের চার বছর শেষে দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য তার নিয়োগ কার্যকর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এ অধ্যাপক ২০১৭ সালের ২১ আগস্ট শাবিপ্রবির উপাচার্য হিসেবে যোগ দেন।a

Comments