আমাদের লক্ষ্য হলো ফাইনালে পৌঁছানো: তিতে

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে।
tite
ছবি: এএফপি

ঘরের মাঠে আগের আসরে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারও টুর্নামেন্টের স্বাগতিক তারা। শিরোপা ধরে রাখা থেকে মাত্র দুটি ধাপ দূরে রয়েছে দলটি। তবে সেলেসাও কোচ তিতে এগোতে চান ধাপে ধাপে। আপাতত শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেওয়াই তার লক্ষ্য।

আগামীকাল মঙ্গলবার কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। রিও দে জেনেইরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

গতবার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। ওই লড়াইয়েও পাত্তা পায়নি পেরুভিয়ানরা। ৪-০ গোলে তাদেরকে বিধ্বস্ত করেছিলেন নেইমার-থিয়াগো সিলভারা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই দুই দল মুখোমুখি হয়েছে ৪৬ ম্যাচে। ব্রাজিলের ৩৩ জয়ের বিপরীতে পেরু জিতেছে মাত্র পাঁচবার। বাকি আটটি ম্যাচ হয়েছে ড্র। আর আগের ১৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিল জিতেছে ১৫টি, পেরু জিতেছে দুটি, ড্র হয়েছে বাকি দুইটি।

পরিসংখ্যান ও শক্তির বিচারে পেরু অনেক পিছিয়ে থাকলেও নির্ভার থাকতে চাইছেন না তিতে। সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তার শিষ্যদের দিয়েছেন প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার তাগিদ।

‘কোপা আমেরিকায় এই দুই দল অনেকবার মুখোমুখি হয়েছে। দুই বছর আগে আমরা ফাইনালে মুখোমুখি হয়েছি। তাছাড়া, আমরা গ্রুপ পর্বে খেলেছি, নকআউটেও খেলেছি।’

‘তবে পূর্ববর্তী ম্যাচগুলোর মাধ্যমে কোনো ভবিষ্যদ্বাণী করা উচিত হবে না আমাদের। কারণ ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন সময়ে, ভিন্ন বাস্তবতায় এটি নতুন একটি ম্যাচ হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো ফাইনালে পৌঁছানো এবং পেরুরও লক্ষ্য একই।’

আগামী বুধবার কোপার আরেক সেমিতে লড়বে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মারকানা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ১১ জুলাই।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

46m ago