কোপার সেমিফাইনালের আগে মেসি ও নেইমারের পরিসংখ্যান

নিজ নিজ সেমিফাইনালে জিতে ব্রাজিল ও আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো।
messi_and_neymar
ছবি: রয়টার্স

প্রতিপক্ষরা শক্তির বিচারে পিছিয়ে। অতীত আর চলতি আসরের পারফরম্যান্সও কথা বলছে না তাদের পক্ষে। তাই নিজ নিজ সেমিফাইনালে জিতে ব্রাজিল ও আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো।

সেক্ষেত্রে আগামী ১১ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা হয়ে যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। বিখ্যাত মারকানা স্টেডিয়ামে মুখোমুখি অবস্থানে থাকতে পারেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমার।

দুই দলের দুই সেরা তারকাই এবারের কোপায় নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। শেষ পর্যন্ত তাদের কেউ শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে আগে তাদেরকে পার করতে হবে সেমির বাধা।

আগামীকাল মঙ্গলবার প্রথম সেমিফাইনালে স্বাগতিক ও শিরোপাধারী ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। রিও দে জেনেইরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

পরদিন দ্বিতীয় সেমিতে ১৪ বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

মেসি ও নেইমার কি আবারও দেখাবেন তাদের পায়ের জাদু? নিজ নিজ দলকে তুলে নেবেন ফাইনালের মঞ্চে? বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকের প্রত্যাশা সেটাই।

তার আগে দেখা নেওয়া যাক, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কেমন করলেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি ও নেইমার।

মেসি   নেইমার
ম্যাচ
গোল
অ্যাসিস্ট
ম্যাচসেরা
১৯ সুযোগ তৈরি ১৭
সুবর্ণ সুযোগ নষ্ট

 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

47m ago