ব্রাজিলের জয়ে রেকর্ডে ভাগ বসালেন তিতে

পেরুকে হারিয়ে ব্রাজিলের কোচ তিতের ব্যক্তিগত অর্জনের ঝুলিও সমৃদ্ধ হয়েছে।
tite_1

দল পেয়ে গেছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট। ঘরের মাটিতে শিরোপা ধরে রাখা থেকে মাত্র এক ধাপ দূরে তাদের অবস্থান। এমন উৎসবমুখর পরিস্থিতিতে ব্রাজিলের কোচ তিতের ব্যক্তিগত অর্জনের ঝুলিও সমৃদ্ধ হয়েছে।

মঙ্গলবার সকালে আসরের প্রথম সেমিফাইনালে পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছে সেলেসাওরা। রিও দে জেনেইরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে তারকা ফরোয়ার্ড নেইমারের পাসে জয়সূচক গোলটি আসে মিডফিল্ডার লুকাস পাকেতার পা থেকে।

কোপা আমেরিকায় টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এতদিন এককভাবে ছিল ব্রাজিলের সাবেক কোচ মারিও জাগালোর দখলে। দলকে টানা ১২ ম্যাচে হারতে দেননি তিনি। পেরুকে হারানোর পর সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন তিতে।

গতবার নিজেদের মাটিতে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে তিতের অধীনে ছয় ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। এবারও ছয় ম্যাচ খেলে হারের তিক্ত স্বাদ নেয়নি তারা। আগামী ১১ জুলাই ফাইনালে জিততে পারলে জাগালোকে ছাড়িয়ে তিতে উঠে যাবেন চূড়ায়।

২০১৬ সালে ব্রাজিলের কোচ হিসেবে ঘোষণা করা হয় তিতের নাম। তিনি দায়িত্বে থাকা অবস্থায় ৫৯ ম্যাচ খেলে ৪৪টিতে জিতেছে নয়বারের কোপা চ্যাম্পিয়নরা। এছাড়া, ১১টি ড্রয়ের পাশাপাশি তারা হেরেছে মাত্র চার ম্যাচে।

মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। সেদিন দশম শিরোপার খোঁজে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অথবা কলম্বিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। এই দুই দল আগামীকাল বুধবার দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

46m ago