মেসিরা ক্ষুধার্ত ও মনোযোগী, বললেন আর্জেন্টাইন কোচ

দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুধবার শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে।
argentina_colombia
ছবি: টুইটার

কোপা আমেরিকার ফাইনালে খেলতে তার শিষ্যরা ক্ষুধার্ত রয়েছেন বলে জানিয়েছেন লিওনেল স্কালোনি। এই লক্ষ্য পূরণে লিওনেল মেসি ও তার সতীর্থদের ভীষণ মনোযোগীও দেখছেন আর্জেন্টিনার কোচ।

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুধবার শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

কোপার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রাখে নকআউট পর্বে। কোয়ার্টার ফাইনালে তারা ইকুয়েডরকে হারায় ৩-০ গোলে।

কলম্বিয়ার শুরুটা ভালো হলেও গ্রুপ পর্বের পরের দিকে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা পায় শেষ আটের টিকিট। এরপর উরুগুয়ের সঙ্গে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র শেষে টাইব্রেকারে জিতে তারা পৌঁছায় সেমিতে।

সবশেষ দেখায় বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল দুই দল। আট মিনিটের মধ্যে আর্জেন্টিনা দুই গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের লক্ষ্যভেদে সমতা টানে কলম্বিয়া।

র‍্যাঙ্কিং, অতীত পরিসংখ্যান ও শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ স্কালোনি। প্রাথমিক লক্ষ্য পূরণের পর তার দৃষ্টি এখন নতুন নিশানার দিকে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘ইতোমধ্যে ছয়টি ম্যাচ খেলার ন্যূনতম লক্ষ্য পূরণ হয়েছে আমাদের। এখন আমরা ফাইনাল খেলতে চাই। প্রতিপক্ষের প্রতি আমরা অনেক শ্রদ্ধাশীল এবং আমরা জানি, এটা কঠিন হবে।’

‘আমরা জিততে চাই এবং ফাইনালে উঠতে চাই। খেলোয়াড়রা যে ক্ষুধার্ত তা স্পষ্ট। তারা ভীষণ মনোযোগীও।’

মঙ্গলবার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে তারা মোকাবিলা করবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচের বিজয়ী দলকে।
 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

47m ago