ভারতে ৩৬ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসের ৩৬ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ বুধবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে চলমান গণ টিকাদান কর্মসূচির আওতায় স্থানীয় সময় আজ সকাল ৭টা পর্যন্ত ৩৬ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৫৪৮ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৩৬ লাখ পাঁচ হাজার ৯৯৮ ডোজ ভ্যাকসিন।
৩৬ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৫৪৮ ডোজের মধ্যে প্রথম ডোজের সংখ্যা ২৯ কোটি ৩৭ লাখ ছয় হাজার ৮৩২ ও দ্বিতীয় ডোজের সংখ্যা ছয় কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৭১৬। এর মধ্যে স্বাস্থ্যকর্মী ক্যাটাগরির আওতায় দেওয়া প্রথম ডোজের সংখ্যা ১০ কোটি দুই লাখ ৩৬ হাজার ৭২ ও দ্বিতীয় ডোজের সংখ্যা ৭৩ লাখ ৪৩ হাজার ৭৪৯। সম্মুখসারীর কর্মী ক্যাটাগরিতে দেওয়া প্রথত ডোজের সংখ্যা এক কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৭৫০ ও দ্বিতীয় ডোজের সংখ্যা ৯৭ লাখ ৪৫ হাজার ৪১৩।
একইভাবে ১৮-৪৪ বছর বয়স গ্রুপের আওতায় প্রথম ডোজের সংখ্যা ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৭১৮ ও দ্বিতীয় ডোজের সংখ্যা ৩০ লাখ ৪৭ হাজার ৮৮০, ৪৫-৫৯ বছর বয়সী বয়স গ্রুপের আওতায় প্রথম ডোজের সংখ্যা নয় কোটি ১৭ লাখ ২৯ হাজার ৩৫৮ ও দ্বিতীয় ডোজের সংখ্যা দুই কোটি ছয় লাখ ৯৫ হাজার ৪৫২ এবং ষাটোর্ধ্ব বয়স গ্রুপের আওতায় প্রথম ডোজের সংখ্যা ছয় কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৯৩৩ ও দ্বিতীয় ডোজের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৮৪ হাজার ২২২।
এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন কোটি ছয় লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। তাদের মধ্যে বর্তমানে আক্রান্ত চার লাখ ৫৯ হাজার ৯২০, সুস্থ হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৪ জন ও মারা গেছেন চার লাখ চার হাজার ২১১ জন।
Comments