মমতার প্রতিক্রিয়া

‘আমগুলোতে লেগে থাকা বাংলাদেশের ঘ্রাণ আর আপনার স্নেহকে শ্রদ্ধা করি’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুস্বাদু হাড়িভাঙ্গা আম উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পাঠানো এই উপহার পেয়ে তিনি অভিভূত।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, ‘আপনার পাঠানো আম পৌঁছেছে আমার কাছে। এতদিন হাড়িভাঙ্গা আমের কথা শুধু শুনেছি, কিন্তু, স্বাদ নিয়ে দেখা হয়নি।’

মমতা আরও লিখেছেন, ‘আপনি অনেকগুলো আম পাঠিয়েছেন, যেখান থেকে অন্যদেরকেও দিয়েছি।’

‘আমি ওই আমগুলোতে লেগে থাকা বাংলাদেশের ঘ্রাণ আর আপনার স্নেহকে শ্রদ্ধা করি। আমি সত্যি অভিভূত’, বলেছেন মমতা।

গত ৪ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, ৩ জুলাই ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার পাঠান তিনি।

এ ছাড়াও, তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমাকেও উপহার হিসেবে এই আম পাঠান।

এর আগে গত ১ জুলাই ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী লোটে শেরিংকে বাংলাদেশের পক্ষ থেকে এই হাড়িভাঙ্গা আম পাঠানো হয়।

এ ছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানকেও উপহার হিসেবে পাঠিয়েছেন হাড়িভাঙ্গা আম। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সৌদি রাজ পরিবার, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও জর্ডানেও শিগগিরই উপহার হিসেবে পাঠানো হবে বিখ্যাত হাড়িভাঙ্গা আম।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago