আর্জেন্টিনার খেলার ধরনের সমালোচনায় ব্রাজিল অধিনায়ক সিলভা

thiago silva
ছবি: এএফপি

প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে বন্দি হয়ে পড়ে খোলসে। রক্ষণ জমাট রেখে ব্রাজিলের আক্রমণগুলো ভেস্তে দিয়ে গোল হজম না করার দিকে মনোযোগ ছিল তাদের। তাতে মেলে সুমিষ্ট ফলও। তবে ফাউলের ছড়াছড়ির ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলার কৌশলের সমালোচনায় মুখর হয়েছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা।

রবিবার অবসান হয়েছে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরার। বাংলাদেশ সময় সকালে মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে আনহেল দি মারিয়ার লক্ষ্যভেদে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাতে দেশের জার্সিতে অধরা শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হয়েছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।

গোটা ম্যাচে মাত্র ৪০ শতাংশ সময়ে আর্জেন্টিনার পায়ে বল ছিল। বাকিটা সময়ে রাজত্ব করে ব্রাজিল। আক্রমণের সংখ্যাতেও এগিয়ে ছিল তারা। তবে সেলেসাওরা ভাঙতে পারেনি আর্জেন্টিনার মজবুত রক্ষণদেয়াল। তাছাড়া, ম্যাচে ছিল না কোনো ছন্দ। দুই দলের খেলোয়াড়দের আঘাত-পাল্টা আঘাতে বারবার খেলা বন্ধ হয়। আর্জেন্টিনার ১৯টি ফাউলের বিপরীতে ব্রাজিল করে ২২টি।

ম্যাচশেষে ফেয়ার প্লে পুরস্কার জেতা সিলভা অভিনন্দন জানাতে ভুল করেননি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে, ‘প্রথমেই আমাদের প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে হবে। বিশেষ করে, প্রথমার্ধে তারা আমাদেরকে নিষ্ক্রিয় করে রেখেছিল।’

tite_1

তবে হেরে যাওয়া নিয়ে কোনো অজুহাত দাঁড় না করালেও প্রতিপক্ষের রক্ষণাত্মক খেলার ধরন নিয়ে অভিযোগ তুলেছেন তিনি, ‘কেবল একটা দলই (ব্রাজিল) খেলতে চেয়েছিল। আমরা জানতাম যে, এরকম একটা ফাঁদ থাকবে। কিন্তু আমরা কোনো অজুহাত দাঁড় করাতে চাচ্ছি না। বারবার থামছে-চালু হচ্ছে, এরকম একটা ম্যাচ খেলা কঠিন।’
আরও পড়ুন দিনের আলোচিত খবর- মাহমুদউল্লাহর এক ‘অদ্ভুতুড়ে’ অবসর

তিতের অধীনে গতবার দেশের মাটিতেই কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার তারা পারেনি শিরোপা ধরে রাখতে। কঠিন লাগলেও ফাইনালের ফল মেনে নিচ্ছেন ব্রাজিল কোচ, ‘যত কষ্ট আর কঠিনই হোক না কেন, আমাদেরকে হার স্বীকার করার মতো উদার হতে হবে।’

Comments

The Daily Star  | English

What if India and China stop buying Russian oil?

Donald Trump is tightening sanctions loopholes that fund Moscow's war machine. What does a crackdown on Russia's oil trade mean for global markets — and economic heavyweights like China and India?

4h ago