প্রথম ওয়ানডেতে মোস্তাফিজকে নিয়ে শঙ্কা

Mustafizur Rahman
ছবি: এএফপি

পারিবারিক কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ার পর মোস্তাফিজুর রহমানকেও পাওয়া নিয়ে সংশয়ে পড়েছে বাংলাদেশ দল। অনুশীলন ম্যাচে গোড়ালির চোটে পড়া এই পেসারের প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা অনেক কম।

জিম্বাবুয়েতে গিয়ে বুধবার প্রস্তুতি ম্যাচে বল করতে গিয়েই চোটে পড়েন মোস্তাফিজ। গোড়ালির চোট নিয়ে আর বল করতে পারেননি। তার খেলা নিয়ে তখনই দেখা দেয় শঙ্কা।

বৃহস্পতিবার ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও তামিম দিতে পারলেন না আশার খবর, ‘মোস্তাফিজের ব্যাপারে যেটা হলো, ওকে ফিজিও দেখছেন। কাল ওর খেলা না খেলা হলো ফিফটি-ফিফটি। আজ আরও ভাবে বোঝা যাবে।’

ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় সিরিজের প্রতিটি ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় দলের  সেরা সমন্বয় না থাকায় একটু আক্ষেপ ঝরল বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে,   ‘মুশফিকও নাই, মোস্তাফিজ যদি না থাকে হলে আমরা সেরা দুজন খেলোয়াড়কে ছাড়াই নামব।’

শুক্রবার দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago