১৫টি ডিমসহ উদ্ধার ‘খইয়া গোখরা’ লাউয়াছড়া বনে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ একটি বিষধর ‘খইয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়। পরে বুধবার দিনগত রাতে ডিমগুলো রেখে সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
খইয়া গোখরা। ছবি: স্টার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ একটি বিষধর ‘খইয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়। পরে বুধবার দিনগত রাতে ডিমগুলো রেখে সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় সাপটি উদ্ধার করে ওই দিন রাতেই সেটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।’

সাপের ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলেও জানান তিনি।

স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ) টিমের প্রতিষ্ঠাতা তৌনুজাম খোকন সিংহ ও সোহেল শ্যাম জানান, বুধবার সন্ধ্যায় বন বিভাগ জানতে পারে তিলকপুর পূর্বপল্লীর পদ্মমোহন সিংহের বাড়িতে ডিমসহ বিষধর গোখরাটি আছে। পরে সেখান থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘অবমুক্ত করা খইয়া গোখরাটি লম্বায় পাঁচ ফুটের মতো। হালকা বাদামি রঙের। মাথার নিচে সাদা-কালো ইউ আকৃতির চিহ্ন রয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চলে এই প্রজাতির সাপ বেশি দেখা যায়। তবে, ঝোপঝাড়ের পরিমাণ কমে আসায় এরা লোকালয়ে বেরিয়ে আসছে।’

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

1h ago