ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও গাড়ির চাপ বাড়ছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আজ শুক্রবার সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পণ্যবাহী গাড়িসহ ব্যক্তিগত গাড়ির উপস্থিত বেশি দেখা গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১১০ কিলোমিটার মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা, গৌরিপুর বাসস্ট্যান্ড, ইলিয়াটগঞ্জ, ময়নামতি, পদুয়ারবাজার, মিয়ারবাজার ও চৌদ্দগ্রাম অংশে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও গাড়ি চলাচল সচল আছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল থেকেই মহাসড়কে গাড়ির বেশ উপস্থিতি। অতিরিক্ত গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই।’
তিনি আরও বলেন, ‘মূলত চট্টগ্রামমুখী পণ্যবাহী পরিবহনগুলোর সংখ্যাই বেশি। একদিকে পশুবাহী ট্রাক অন্যদিকে রপ্তানিমুখী গার্মেন্টসের পণ্যবাহী কন্টেইনারের চাপ রয়েছে।’
সকাল থেকেই মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা ছিল। কোথাও কোথাও চালকের অসচেতনতার জন্য কিছু জটলা তৈরি হলেও পুলিশি তৎপরতায় তা সহজেই নিরসনের ব্যবস্থা করা গেছে, জানান তিনি।
Comments