কেউ জানে না টাঙ্গাইল হাসপাতালের আইসিইউ আবার কবে চালু হবে

আগুনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ। ছবি: স্টার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আবার কবে চালু হবে তা হাসপাতাল কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য বিভাগের কেউ বলতে পারছেন না।

এর আগে, গতকাল বিকেলে আইসিইউ-এর একটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলাতে আগুন লাগে। এতে আইসিইউতে চিকিৎসাধীন দশ রোগীর কেউ হতাহত না হলেও আতঙ্কে পার্শ্ববর্তী করোনা ওয়ার্ড থেকে স্বজনরা এক রোগীকে বাইরে আনার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসাধীন দশ রোগীর মধ্যে পাঁচ জন ইতোমধ্যে অন্য হাসপাতালে চলে গেছেন। বাকি পাঁচ জনের স্বজনদের একই পরামর্শ দেওয়া হয়েছে। তবে, অস্বচ্ছলতাসহ নানা কারণে তারা এই হাসপাতালেই আছেন। তাদের বিকল্প ব্যবস্থায় করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবার কবে থেকে আইসিইউ চালু হবে জানতে চাইলে আরএমও শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমি এখন মিটিংয়ে ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব।’

এদিকে, আইসিইউ চালু না থাকায় সংকটাপন্ন কোনো রোগীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলতে পারেননি আগুনে ক্ষতিগ্রস্ত আইসিইউ আবার কবে চালু হবে বা কয়দিন সময় লাগতে পারে।

তিনি বলেন, ‘আজ ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল আসার কথা আছে। তারা এলে কাল থেকে কাজ শুরু করবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। সবকিছু ভালোভাবে যাচাই-বাছাই শেষে আইসিইউ ইউনিটটি আবার চালু করা হবে।’

গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল আজ হাসপাতালের আইসিইউটি পরিদর্শন করেছেন।

তদন্ত কমিটির প্রধান সোহানা নাসরিন সাংবাদিকদের জানিয়েছেন, তারা তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবেন।

করোনা সংক্রমণের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৮ এপ্রিল সংসদে তার বক্তৃতায় দেশের সকল জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন।

সেই ঘোষণার এক বছর পরেও টাঙ্গাইল জেলার ৪০ লাখ মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ চালু হয়নি। পরে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়।

এর পরপরই কর্তৃপক্ষ চলতি বছরের ২ মে হাসপাতালটিতে ১০ শয্যাবিশিষ্ট একটি আইসিইউ ইউনিটটি চালু করে।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

9h ago