আল্লাহ এখন একমাত্র ভরসা: ফকির আলমগীরের ছেলে

ফকির আলমগীর। ছবি: স্টার ফাইল ফটো

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ সোমবার সকাল ১১টায় জরুরি বৈঠক করেছে।

বৈঠক শেষ হওয়ার পর ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাবার অবস্থা আগের মতোই। শরীরে আরও কিছু জটিলতা দেখা দিচ্ছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখন আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। তিনিই এখন একমাত্র ভরসা।’

এর আগে আজ সকাল সোয়া ৯টায় তিনি জানিয়েছিলেন, ‘বাবার অবস্থা রাতের মতোই আছে। তবে অক্সিজেন বেশি লাগছে এখন।’

গতকাল রাত ১২টায় তিনি বলেছিলেন, ‘বাবার অবস্থা সারাদিন ভালোই ছিল। সন্ধ্যার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। চিকিৎসকের ভাষায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খুব কষ্ট করে চিকিৎসকরা এটা করেছেন। হাত পা ছুঁড়ছিলেন বাবা। তার অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়েছে। আমার বাবার জন্য দোয়া করবেন।’

করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৬ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোভিড ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

45m ago