ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়কে পথে পথে ভোগান্তি

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রীদের পথে পথে ভোগান্তি পোহাতে হয়েছে। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

ঈদ পালন করতে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে বাড়ির পথে রওনা দেওয়া দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের সঙ্গী হয়েছে তীব্র ভোগান্তি।

ঈদের আগের দিন আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকগঞ্জের ঢাকা-পাটুরিয়া অংশে ঘাটের চার কিলোমিটার আগেই পারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে।

ফেরিতে উঠতে দূরপাল্লার বাসের যাত্রীদের অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়। আর যানজটের কারণে লঞ্চের যাত্রীরা ঘাটের অন্তত তিন কিলোমিটার আগেই নেমে যেতে বাধ্য হন।

এই পরিস্থিতিতে পায়ে হেঁটে ঘাট পর্যন্ত পৌঁছান লঞ্চের যাত্রীরা। এতে বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েন।

ঢাকা থেকে কুষ্টিয়ার পথে রওনা দেওয়া জামসেদ নামের এক যাত্রী বলেন, ‘গাবতলী থেকে সকাল সাতটায় রওনা দিয়ে পাটুরিয়া ঘাট পর্যন্ত পৌঁছাতে পাঁচ ঘণ্টার বেশি লেগেছে। এর পর থেকে ঘাটেই আটকে আছি আরও ছয় ঘণ্টা ধরে। এখনো ফেরিতে উঠতে পারিনি।’

গোয়ালন্দের বাসিন্দা পোশাক শ্রমিক রিনা আক্তার বলেন, ‘বাসে দুই ঘণ্টার পথ আসতে লেগেছে চার ঘণ্টার বেশি। ঘাটের তিন কিলোমিটার আগে নামতে হয়েছে। কোলে বাচ্চা নিয়ে কতক্ষণ হাঁটা যায়? বাচ্চার বাবার হাতেও দুইটা ব্যাগ। পথের এই কষ্ট আর ভালো লাগে না।’

পারের অপেক্ষায় থাকা আলমগীর হোসেন নামের এক ট্রাক চালক বলেন, ‘দুই দিন হলো ঘাটে আটকা পড়ছি। এখনো জানি না, কখন পার হতে পারব।’

এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আশা করি আজ (মঙ্গলবার) রাত ১২টার মধ্যেই ঘাটে আটকা পড়া সব যাত্রীবাহী পরিবহন পার করতে পারব। যাত্রীবাহী গাড়ি পার করার পর ট্রাক পার করা হবে।’

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

49m ago