ক্রিকেট

পাঁচ অভিষিক্ত নিয়েও শ্রীলঙ্কার ঘাম ঝরিয়ে তবেই হারল ভারত

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে দাসুন শানাকার দল।
india_vs_sri_lanka
ছবি: টুইটার

একাদশে ফিরে দারুণ বোলিংয়ে সুর বেঁধে দিলেন প্রভিন জয়াবিক্রমা ও আকিলা দনঞ্জয়া। পাঁচ অভিষিক্ত নিয়ে নামা তৃতীয় সারির ভারতকে এই দুই স্পিনার আটকে দিলেন অল্প রানে। জবাবে আভিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের বড় জুটিতে অনায়াস জয়ের দিকেই ছুটছিল শ্রীলঙ্কা। তবে শেষদিকে টপাটপ উইকেট হারিয়ে লক্ষ্যে পেরোতে ঘাম ছুটল তাদের।

শুক্রবার কলম্বোতে সিরিজের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে দাসুন শানাকার দল। টস জিতে ভারত ব্যাটিংয়ে নামার পর ২৩তম ওভার শেষে বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফলে ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। তবে ৪৩.১ ওভারে তারা অলআউট হয় ২২৫ রানে। পরবর্তীতে ২২৭ রানের লক্ষ্য পাওয়া স্বাগতিক লঙ্কানরা ৭ উইকেট হারিয়ে ৪৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

আগের দুই ওয়ানডেতে জেতায় সিরিজ আগেই নিজেদের পকেটে পুরেছে সফরকারী শিখর ধাওয়ানের। তবে শেষ ম্যাচে জিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা।

ভারত মাঠে নামে একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে। পাঁচজনই পান ওয়ানডে অভিষেকের স্বাদ। তারা হলেন সাঞ্জু স্যামসন, নিতিশ রানা, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌথম ও চেতন সাকারিয়া। নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে বাদ দিলে ৪১ বছর পর একসঙ্গে দলটির এত ক্রিকেটারের অভিষেক হয়েছে। ১৯৮০ সালে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষেও অভিষেক হয়েছিল পাঁচজনের।

শুরুতেই ধাওয়ানের উইকেট হারানোর পর ৭৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার পৃথ্বী শ ও স্যামসন। ভারতের ইনিংসের সর্বোচ্চ ৪৯ বলে ৪৯ রান করা পৃথ্বীকে এলবিডব্লিউ করে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেন শানাকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় লঙ্কানরা।

বাঁহাতি স্পিনার জয়াবিক্রমা টানা ফেরান স্যামসন, মনিশ পাণ্ডে ও হার্দিক পান্ডিয়াকে। একইভাবে সুরিয়াকুমার যাদব, গৌথম ও রানাকে সাজঘরের পথ দেখান দনঞ্জয়া। শেষদিকে চাহার ও নবদীপ সাইনির অবদানে দুইশ ছাড়িয়ে আরেকটু এগোয় ভারতের ইনিংস। স্যামসন ৪৬ বলে করেন ৪৬ রান। সুরিয়াকুমারের ৪০ রান আসে ৩৭ বলে। জয়াবিক্রমা ও দনঞ্জয়া নেন ৩টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় ষষ্ঠ ওভারে মিনোদ ভানুকাকে হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজে জমে যান আভিস্কা ও রাজাপাকসে। দ্বিতীয় উইকেটে তাদের ১০৯ রানের জুটিতে ম্যাচ চলে যায় লঙ্কানদের নিয়ন্ত্রণে। তবে লক্ষ্য যখন নাগালে, তখনই তৈরি হয় পা হড়কানোর পরিস্থিতি। ২৬ রানে পড়ে ৪ উইকেট। অবশ্য স্নায়ুচাপ ধরে রেখে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় তারা।

ম্যাচসেরা আভিস্কা ৯৮ বলে ৭৬ রান করেন। আরেক হাফসেঞ্চুরিয়ান রাজাপাকসের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬৫ রান। ভারতের হয়ে লেগ স্পিনার চাহার ৫৪ রানে ৩ ও পেসার সাকারিয়া ৩৪ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

(৪৭ ওভারের ম্যাচ)

ভারত: ৪৩.১ ওভারে ২২৫ (পৃথ্বী ৪৯, ধাওয়ান ১৩, স্যামসন ৪৬, মনিশ ১১, সুরিয়াকুমার ৪০, হার্দিক ১৯, রানা ৭, গৌথম ২, চাহার ১৩, সাইনি ১৫, সাকারিয়া ০*; চামিরা ২/৫৫, দনঞ্জয়া ৩/৪৪, করুনারত্নে ১/২৫, জয়াবিক্রমা ৩/৫৯, শানাকা ১/৩৩, মেন্ডিস ০/৮)

শ্রীলঙ্কা: (লক্ষ্য ২২৭) ৩৯ ওভারে ২২৭/৭ (আভিস্কা ৭৬, ভানুকা ৭, রাজাপাকসে ৬৫, ধনঞ্জয়া ২, আসালাঙ্কা ২৪, শানাকা ০, মেন্ডিস ১৫*, করুনারত্নে ৩, দনঞ্জয়া ৫*; সাইনি ০/২৭, সাকারিয়া ২/৩৪, চাহার ৩/৫৪, গৌথম ১/৪৯, হার্দিক ১/৪৩, রানা ০/১০)

ফল: শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: আভিস্কা ফার্নান্দো।

Comments

The Daily Star  | English

Will there be any respite from inflation?

To many, especially salaried and fixed-income individuals, this means they will have no option but to find ways to cut expenditures to bear increased electricity bills.

7h ago