দৌলতদিয়ায় আজও গাড়ি ও যাত্রীর চাপ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজ সোমবার সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে। কঠোর লকডাউনের চতুর্থ দিনে গণপরিবহন বন্ধ থাকায় ঈদ শেষে কর্মস্থলে ফেরা এসব যাত্রীর জন্য কঠিন হয়ে পড়েছে।
ফেরিতে গাড়ির পাশাপাশি অনেক মানুষও পার হচ্ছেন। ছবি: স্টার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজ সোমবার সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে। কঠোর লকডাউনের চতুর্থ দিনে গণপরিবহন বন্ধ থাকায় ঈদ শেষে কর্মস্থলে ফেরা এসব যাত্রীর জন্য কঠিন হয়ে পড়েছে।

কোনো যাত্রীবাহী যানবাহন না থাকলেও পণ্যবাহী গাড়ি দুই কিলোমিটার পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে। আছে উল্লেখযোগ্য পরিমাণ প্রাইভেট কার। 

গোপালগঞ্জ থেকে আসা ফরিদ হোসেন জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার অফিস খোলা। চাকরির কারণে তাকে যেতেই হবে। কঠোর লকডাউনের মধ্যে ঢাকায় যাওয়া খুবই কষ্টকর, তবু যেতে হচ্ছে। কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে তাকে ঘাট পর্যন্ত আসতে হয়েছে।   

কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে ঘাটের উভয় পাশ থেকেই প্রচুর গাড়ি এবং মানুষ পার হচ্ছে। ছবি: স্টার

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল অর্থাৎ লকডাউনের তৃতীয় দিনে মোট দুই হাজার ২১৮টি গাড়ি পার হয়েছে। এরমধ্যে ট্রাক ৮৮৬টি, প্রাইভেট কার এক হাজার ৩৫৫টি।

ফেরির চালানে গাড়ির হিসাব থাকলেও মোটরসাইকেল এবং মানুষের হিসাব রাখা হয় না।

সরেজমিনে দেখা যায়, কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে ঘাটের উভয় পাশ থেকেই প্রচুর গাড়ি এবং মানুষ পার হচ্ছে।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago