খুলনায় মৃত্যু ১৬, শনাক্ত ৩২.৯৭ শতাংশ

খুলনা ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা শেষে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান বাগেরহাটের প্রশান্ত মজুমদার (২৯)। ২৫ জুলাই ২০২১। ছবি: হাবিবুর রহমান/ স্টার

খুলনা নগরীতে করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন।

জেলায় মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৯৭ শতাংশ।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় এই মৃত্যু ও শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা পজিটিভ ছিলেন।'

২০০ শয্যার এই করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১২৬ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়েলো জোনে ৪৮ জন, এইচডিইউতে ১৩ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, '২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।'

বর্তমানে ৮০ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, 'হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন।'

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যার করোনা ইউনিটে ৭৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে আট জন এবং এইচডিইউতে নয় জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৬১ জন ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে ১০ জন ও এইচডিইউতে তিন জন।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago