বিদেশফেরতদের জন্যে একটি ভালো সংবাদ

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাস মহামারির প্রভাবে এ পর্যন্ত বিদেশ থেকে প্রায় চার লাখ ৮০ হাজার প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন। তাদের পুনর্বাসনের জন্য ৪২৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।

গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত হয়।

এর মধ্যে বিদেশফেরত দুই লাখ প্রবাসীকে এককালীন ১৩ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। ফেরত আসা কর্মীদের একটি ডাটাবেজ তৈরি করা হবে।

এছাড়া, এ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরতদের দক্ষতাও বৃদ্ধি করা হবে।

Comments