রাতে আসছে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা

চীন থেকে আজ রাতে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আজ রাত ১০টা, রাত ১টা এবং ভোর ৩টায় মোট তিনটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালান আসবে।
 

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

2h ago