ফ্যাশনে প্রকৃতি মোটিফ

করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দী জীবনযাপন করছে মানুষ। পুরো পৃথিবীকে বদলে দিয়েছে করোনাভাইরাস। তাই সবাইকে এখন নিউ নরমালের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। এই সময়ে বিশ্ব ফ্যাশনেও এসেছে পরিবর্তনের হাওয়া। করোনাকালের ফ্যাশনে প্রকৃতিকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যাশনের অন্যতম মোটিফ হয়ে উঠেছে প্রকৃতি। পোশাকে স্থান পাচ্ছে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ ফুল, লতা, পাতা, পাখির পালক ইত্যাদি।
ছবি: টুয়েলভ

করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দী জীবনযাপন করছে মানুষ। পুরো পৃথিবীকে বদলে দিয়েছে করোনাভাইরাস। তাই সবাইকে এখন নিউ নরমালের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। এই সময়ে বিশ্ব ফ্যাশনেও এসেছে পরিবর্তনের হাওয়া। করোনাকালের ফ্যাশনে প্রকৃতিকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যাশনের অন্যতম মোটিফ হয়ে উঠেছে প্রকৃতি। পোশাকে স্থান পাচ্ছে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ ফুল, লতা, পাতা, পাখির পালক ইত্যাদি।

ট্রপিক্যাল প্রিন্ট

পোশাকে প্রকৃতিকে ফুটিয়ে তুলতে এখানকার ফ্যাশনে ব্যবহার করা হচ্ছে ট্রপিকাল প্রিন্ট। পোশাকে শোভা পাচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ফ্লোরা, ফনা ইত্যাদি। ইতোমধ্যে আমাদের দেশেও এই ধারার ফ্যাশনের চল শুরু হয়েছে। বিভিন্ন ফ্যাশন হাউজ ট্রপিক্যাল প্রিন্টের পোশাক আনতে শুরু করেছে। ম্যাপল লিফের সঙ্গে যোগ হয়েছে কলাপাতা বা বিভিন্ন ফুল, লতা, পাতা। উজ্জ্বল রঙ ব্যবহারে সেগুলো চমৎকারভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। প্রিন্টে বিদেশি ফুলের পাতা ছাড়াও দেশীয় বিভিন্ন ফুল ও ফলের পাতা ব্যবহার করা হচ্ছে।

টুয়েলভের সিনিয়র ফ্যাশন ডিজাইনার শুভাগত ভট্টাচার্য্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিটা উৎসবকে মাথায় রেখে বিভিন্ন থিমে সাজে ফ্যাশন হাউজগুলো। আর করোনাকালের ক্রান্তিলগ্নে সকল জরা ব্যাধি ভুলে, প্রকৃতিকে নিবিড়ভাবে উপলব্ধি করে আমরা সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছি প্রকৃতিকে। তাই আমাদের মূল প্রেরণা এই প্রকৃতি এবং প্রাকৃতিক বিভিন্ন ম্যাটেরিয়ালসের মোটিফ।'

ছবি: টুয়েলভ

বিশ্ব ফ্যাশনে কেন প্রকৃতিকে মোটিফ হিসেবে ব্যবহার করা হচ্ছে জানতে চাইলে এই ফ্যাশন ডিজাইনার বলেন, 'মূলত আমাদের চারপাশের প্রায় প্রতিটি জিনিসই প্রকৃতিতে পাওয়া নকশার দ্বারা অনুপ্রাণিত হয়। পোশাক শিল্পও এর ব্যতিক্রম নয়। পরিবেশবান্ধব এবং সাসটেইনেবল হতে ফ্যাশন শিল্প প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত নতুন উপকরণের নকশা ও বিকাশ হচ্ছে বিশ্ব ফ্যাশনে।'

করোনা পরিস্থিতিতে ফ্যাশনের মাধ্যমেই কী মানুষকে প্রকৃতি নিয়ে সচেতন করে তোলার চেষ্টা করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ফ্যাশন ডিজাইনার হুমাইরা নূর বলেন, 'হ্যাঁ কথাটা ঠিক। সমাজের প্রতি একটা দায়িত্ব, কর্তব্যবোধ থেকে আমরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। ফ্যাশনের মাধ্যমে মানুষকে প্রকৃতি নিয়ে সচেতন করে তোলার চেষ্টা অবশ্যই হচ্ছে।'

ফ্যাশন ব্রান্ড টুয়েলভের হেড অব মার্কেটিং সামিয়া আহমেদ বলেন, 'প্রকৃতি এবং প্রকৃতির বিভিন্ন উপাদানকে মোটিফ হিসেবে ব্যবহারে নানা ধরনের ফেব্রিকের ব্যবহার করা হচ্ছে। সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট করে তাতে নানা রঙের সুতা দিয়ে এমব্রয়ডারি করে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন ফুলেল নকশা। আবার একইভাবে জর্জেট কলিদারড্রেসে অলঙ্কৃত করা হয়েছে টোন টু টোন এমব্রয়ডারি দিয়ে।'

ছবি: টুয়েলভ

আছে প্রিন্টের রকমফের

বিশ্ব ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে বেছে নিতে পারেন প্রকৃতি মোটিফের নানা অনুষঙ্গ। সেটা হতে পারে টিশার্ট, শাড়ি, জামা, জুতা বা ব্যাগ। এছাড়া, এখানকার ফ্যাশনে বিভিন্ন পাখির পালকের নকশাও যোগ হয়েছে। চাইলে সেগুলোও রাখতে পারেন পছন্দের তালিকায়। এতে আপনার পোশাকে একটু বৈচিত্র্য আসবে। আগেও এসব প্রিন্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু, করোনা শুরুর পর থেকে পোশাকে প্রকৃতিকে মোটিফ হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেজন্য কখনো স্থান পাচ্ছে প্রকৃতির সবুজ রঙ, কখনো পাখির পালকের রঙ, কখনো ফুলের পাতার রঙ ইত্যাদি। আর এসবই এখন বিশ্ব ফ্যাশনের ট্রেন্ড। এ যেন পোশাকের মাধ্যমেই মানুষকে একটু প্রকৃতি সচেতন করার চেষ্টা।

Comments

The Daily Star  | English

Where should I invest my money?

Amid persistently higher inflation in Bangladesh for more than a year, the low- and middle-income groups are struggling to meet their daily expenses.

13h ago