হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৫টি মামলার প্রস্তুতি র‍্যাবের

হেলেনা জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার বিরুদ্ধে পাঁচটি মামলার প্রস্তুতি নিচ্ছে র‍্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, হেলেনা জাহাঙ্গীরের বাসায় গতকাল রাতে র‍্যাবের অভিযানে বিদেশি মদ পাওয়ার ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ওয়াকিটকি পাওয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে, হরিণের চামড়া পাওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।

এছাড়া অভিযানে ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে উল্লেখ করে তিনি জানান, এজন্য বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হবে। 

র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন আরও জানান, হেলেনা জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করার কারণে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে আরেকটি মামলা করা হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানের পর রাত সোয়া ১২টার তাকে আটক করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অভিযোগে তার বাসায় এ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর। তবে, গত রোববার উপকমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

2h ago