চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৭, আহত ১১

lightning
বজ্রপাতের ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ চরপাঁকার তেলিখাড়ি ঘাটে বুধবার বজ্রপাতে পাঁচ নারীসহ অন্তত ১৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরপাঁকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে মারা যাওয়া ১৭ জন বরযাত্রী ছিলেন। সদর উপজেলার জনতা হাট এলাকা থেকে নৌকায় পদ্মা পার হয়ে তারা দক্ষিণ পাঁকা ঘাটে পৌঁছালে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে ১৭ জন মারা গেছেন।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ডাল পাড়া গ্রামের জামিলা (৫৮), তবজুল (৭০), সাদল (৩৫), বাবুল (২৬), বাবু (২০), তেররশিয়া গ্রামের রফিকুল (৫৮), সূর্য নারায়ণপুর গ্রামের সজীব (২২), আলম (৪৫), পাতু (৪০), বেলী বেগম (৩২), মৌসুমী (২৫), ফাটাপড়া গ্রামের টকি বেগম (৩০), গোঠা পাড়া গ্রামের সবুল (৩০), বাবুডাইং গ্রামের টিপু সুলতান (৪৫) ও সুন্দরপুর গ্রামের আসিকুল ইসলাম এবং শিবগঞ্জ উপজেলার চর পাকার রফিকুল ইসলাম।

পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন দ্য ডেইলি স্টারকে জানান, সদর উপজেলার আলীমনগর ঘাট থেকে নৌকাযোগে একদল বরযাত্রী বিয়ের অনুষ্ঠানে দক্ষিণ পাঁকা যাচ্ছিলেন। পদ্মা নদী পার হয়ে দক্ষিণ পাঁকার তেলিখাড়ি ঘাটে তার নামেন। এ সময় বৃষ্টি শুরু হলে ঘাট ইজারাদারের একটি টিনের ঘরে অনেকেই অবস্থান নেন। কেউ কেউ আবার বাইরেও দাঁড়িয়েছিলেন। 

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ১৭ জন মারা যান ও বেশ কয়েকজন আহত হন বলে জানান তিনি।

সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ দ্য ডেইলি স্টারকে জানান, জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলিম নগর ঘাট থেকে বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী পাঁকা ইউনিয়নের দক্ষিণ চরপাঁকায় বেশ কিছু লোক নৌকা যৌগে যাচ্ছিল। নৌকা থেকে নামার পর বৃষ্টি শুরু হলে তারা ওই ঘাটের ইজারাদারের একটি টিনের ঘরে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত হলে ওই ঘরের ভেতরে থাকা ও বাইরে অবস্থান করা ১৭ জন ঘটনাস্থলেই মারা যান ও বেশ কয়েকজন আহত হন।

তাদের মধ্যে ১৬ জনের বাড়ি সদর উপজেলায় ও একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায় বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে।

আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনা স্থল থেকে ছয় জনের মরদেহ ও আহত চার জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নূরুন নাহার দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিস ও স্বজনরা হাসপাতালে ১১ জনের মরদেহ নিয়ে আসে। এছাড়া তারা আহতদের হাসপাতালে নিয়ে আসেন।

বজ্রপাতে আহত ১০ জন জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। অপর একজন গুরুতর আহত আড়াই বছরের এক ছেলে শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
us tariff impacts bangladesh synthetic shoe exports

US tariff threatens booming synthetic shoe exports

The country’s growing non-leather footwear industry now faces a major setback as a steep new tariff from the United States threatens its growth

15h ago