দূষণ

রাজবাড়ীর প্রবেশ পথে পৌরসভার বর্জ্য, বাড়ছে জনদুর্ভোগ

রাজবাড়ী শহরের প্রবেশ পথে বর্জ্য ফেলছে পৌরসভা। আর এর দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে স্থানীয় জনগণসহ পথচারীদের। পৌর এলাকার মধ্যে খোলা রাস্তায় প্রাণীর মরদেহ ছাড়াও নানা ধরনের আবর্জনা ফেলাকে নির্বুদ্ধিতা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রাজবাড়ী শহরের প্রবেশ মুখে শ্রীপুর এলাকায় পৌরসভা বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে স্থানীয়দের। ছবি: নেহাল আহমেদ

রাজবাড়ী শহরের প্রবেশ পথে বর্জ্য ফেলছে পৌরসভা। আর এর দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে স্থানীয় জনগণসহ পথচারীদের। পৌর এলাকার মধ্যে খোলা রাস্তায় প্রাণীর মরদেহ ছাড়াও নানা ধরনের আবর্জনা ফেলাকে নির্বুদ্ধিতা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার পৌরসভার বর্জ্য ফেলার স্থান শ্রীপুর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে পৌরসভার ভ্যানে করে বর্জ্য নিয়ে এসে প্রধান সড়কের ওপর ফেলা হচ্ছে। এতে পথচারীসহ এলাকাবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে।

ময়লার স্তূপের প্রায় ২০ গজের মধ্যে বসবাস করেন আহাদ শেখ। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি হার্টের রোগী, বয়স ৭০ পার হয়েছে। দুর্গন্ধের কারণে আমার দুবার হাসপাতালে ভর্তি  হতে হয়েছে। বাড়ির কেউ ঠিকমতো খেতে, বসতে পারি না। ছেলে-মেয়েদের জানালা-দরজা বন্ধ করে পড়াশোনা করতে হয়।'

জানা গেছে, স্থানীয়রা বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নিখিল চক্রবর্তীর কাছে জনদুর্ভোগের বিষয়টি জানালে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা পৌরসভার নির্দিষ্ট জায়গা। আমরা বর্জ্য রিসাইক্লিংয়ের ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেব। তাছাড়া কেরোসিন তেল ও পাউডার দিচ্ছি। মাঝেমধ্যে আগুন দিয়েও বর্জ্যগুলো পোড়ানো হয়।'

এ বিষয়ে রাজবাড়ী শহরের বাসিন্দা পরিবেশবাদী ও সমাজকর্মী শায়লা শারমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমনিতে করোনার কারণে মানুষের জীবনে বিপদ নেমে এসেছে। তার ওপর পৌরসভার মধ্যে এটা একটা মশার ফ্যাক্টরি হিসাবে কাজ করছে। আশা করি কর্তৃপক্ষ এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেবেন।'

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

6h ago