সারাদেশে গণটিকাদান চলছে

সভারের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ছবি: স্টার

দেশব্যাপী করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ শনিবার। ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রথমবারের মতো এই টিকা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ড. সেখ ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের ১২৩টি বুথে এই কার্যক্রম চলছে। জেলায় ১৫টি উপজেলার ২০০টি বুথে আজকে টিকা দেওয়া হচ্ছে। চট্টগ্রামে আজকের লক্ষ্যমাত্রা এক লাখ ৭০ হাজার ডোজ নির্ধারণ করা হয়েছে।'

তিনি বলেন, 'লোকজনের মধ্যে টিকা নিতে উৎসাহ দেখা গেছে। ২৫ বছরের ঊর্ধ্বে সবাই টিকে নিতে আসছেন।'

সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিনব্যাপী গণটিকার কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলার সিভিল সার্জন জানান, এই কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁও পৌরসভার ১২টি কেন্দ্রসহ জেলায় মোট ৮৩টি কেন্দ্রে টিকা প্রদান শুরু হয়েছে।

চট্টগ্রামে কেন্দ্রের বাইরে টিকা নিতে আসা মানুষের ভিড়। ছবি: স্টার

দিনব্যাপী এই কার্যক্রমের আওতায় জেলায় পঁচিশ ঊর্ধ্ব মোট ৩৭ হাজার ৮০০ জনকে টিকা প্রদানের পরিকল্পনা আছে বলে জানান তিনি।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম আজকের কর্মসূচি বিষয়ে বলেন, 'এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া হবে।'

তিনি বলেন, '৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে। ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে।'

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago