অব্যবহৃত কমোড, টায়ারপ্রতি ৫০ টাকা দেবে ডিএনসিসি

মশার বংশবিস্তার ঠেকাতে বৃষ্টির পানি জমে এমন কিছু জমা দিলে নগরবাসীকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ শনিবার রাজধানীর গুলশানে নগর ভবনে সাংবাদিকদের তিনি জানান, ডাবের খোসা, অব্যবহৃত কমোড, চিপসের প্যাকেট ও ফেলে দেওয়া টায়ার ওয়ার্ড কাউন্সিলর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দিলে আর্থিক পুরষ্কার দেওয়া হবে। জমা দেওয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য পাঁচ টাকা হারে পুরস্কার দেওয়া হবে।

'প্রতি শনিবার কমপক্ষে ১০ মিনিট নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার' স্লোগানটির তাৎপর্য ব্যাখ্যা করে তিনি জানান, এডিস মশা নিয়ন্ত্রণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। সবাইকে নিজ নিজ বাড়িঘর পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন,' নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।'

এ ছাড়া 'সবার ঢাকা' অ্যাপ ব্যবহার করে যিনি এডিস মশার লার্ভা সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য দেবেন তাকেও পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি আরও জানান, ৫৪টি ওয়ার্ডের ৫৪টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু ভাইরাস পরীক্ষার সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন নির্মাণাধীন ভবন, বাড়ি ও অন্যান্য স্থাপনার মালিকদের বিরুদ্ধে ৬ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করেছে। ডিএনসিসির ১২টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন নির্মাণাধীন ভবন, বাড়ি ও স্থাপনার মালিকদের বিরুদ্ধে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

21h ago