ঘরের মধ্যে কে কি করলো সেটা আমাদের দেখার বিষয় না: অঞ্জনা

বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা। ‘অশিক্ষিত’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘অভিযান’ তার অভিনীত আলোচিত কয়েকটি সিনেমা।
অঞ্জনা। ছবি: স্টার

বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা। 'অশিক্ষিত', 'জিঞ্জির', 'আনারকলি', 'অভিযান' তার অভিনীত আলোচিত কয়েকটি সিনেমা।

গতকাল শনিবার এফডিসিতে পরীমনির সদস্যপদ স্থগিত বিষয়ক সংবাদ সম্মেলন শেষে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির এই সদস্য চিত্রনায়িকা পরীমনি বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন।

একজন নারী অভিনেত্রী হিসেবে পরীমনির বিষয়টা কীভাবে দেখছেন?

আমাদের পরীমনি, মাহিয়া মাহি খুব ভালো অভিনেত্রী। কিন্তু, সঠিক গ্রুমিংয়ের অভাবে এই মেয়েগুলো হারিয়ে যাচ্ছে। তাদের ভালো অভিভাবক নেই। এতে করেই বিপথে চলে গেলো পরীমনি মেয়েটা। তার মতো একজন ভালো অভিনেত্রীকে হারিয়ে ফেললাম।

অগ্রজ অভিনেত্রী হিসেবে কেন তাকে ডেকে তার ভুলগুলো শুধরে দিলেন না?

কেউ যদি সবকিছুর বাইরে চলে যায়, তখন অন্যদের কথা শোনার সময় থাকে না। তার জীবনযাপন নিয়েও অনেক প্রশ্ন দেখা দিয়েছিল। আমি যখন সিনেমায় আসি সেইসময়ে শাবানা, ববিতা, কবরী, সুজাতা, অলিভিয়া, সুচরিতা, নতুন আপাদের দেখেই সিনেমায় এসেছি। তাদের সম্মান করেছি। আমি, রোজিনা, অঞ্জু একই সঙ্গে সিনেমায় এসেছি। সোহেল রানা ভাই আমার অভিভাবক। তিনি বলতেন, সময় মেনে চলতে, বড়দের শ্রদ্ধা করতে, ছোটদের স্নেহ করতে। তার সব কথা মেনে চলার চেষ্টা করেছি।

তাহলে কি পরীমনি অভিভাবকহীন ছিল?

অভিভাবকহীন বলতে চাচ্ছি না, কিন্তু কেউ যদি আমাদের কথা না শোনে, কী আর করা। কারো ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব না। ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়। কিন্তু পরীমনির বিষয়টা এখন প্রশাসনের বিষয়। এখন হা হুতাশ করা ছাড়া কিছুই করার নাই।

তবে কী শিল্পী সমিতি তার পাশে নেই?

শিল্পী সমিতি তার পাশে নেই এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিলেন, কিন্তু সে দেয়নি। তার আগেই নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছিল সে। এমন অনেক কিছু ভেবে শিল্পী সমিতি পরীমনির সদস্যপদ স্থগিত করেছে।

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

1h ago