জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

আজ সোমবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী জানান, জকিগঞ্জ গ্যাসক্ষেত্রে ছয় হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাস আছে। বর্তমান বাজার দরে এর আনুমানিক মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।

আগামী এক বছরের মধ্যে এ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে এবং এখান থেকে প্রতিদিন অন্তত এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলেও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, দেশের তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ এই পাঁচটি গ্যাসক্ষেত্রে সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী ১৫ দশমিক ৪৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে। এর বর্তমান সমন্বিত গড় বিক্রয় মূল্য প্রায় ৪৯ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

আবিষ্কারের ৪৬ বছর পরও এই পাঁচটি গ্যাসক্ষেত্র দেশের মোট গ্যাস উৎপাদনের এক-তৃতীয়াংশ যোগান দিচ্ছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

2h ago