এখনও মেসিকে ধরে রাখার পথ খুঁজছে বার্সেলোনা!

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে আরও দিন চারেক আগেই। সতীর্থ সবাইও বিদায় জানিয়ে দিয়েছেন তাকে। এমনকি সংবাদ সম্মেলন করে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন নিজেও। কিন্তু তারপরও একটা 'মিরাকল' ঘটানোর চেষ্টায় রয়েছে কাতালান ক্লাবটি। লিওনেল মেসিকে ধরে রাখার জন্য হন্যে হয়ে পথ খুঁজছে দলটি। বেতেভের লা পোর্তেরিয়া প্রোগ্রামের সূত্র ধরে এমন সংবাদই প্রকাশ করেছে স্পেনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভো।

অন্যদিকে, গত দুই দিন থেকে প্যারিস বিমানবন্দরে পিএসজির হাজারো সমর্থক অপেক্ষায় রয়েছেন। ক্লাবের গেটেও সমর্থকদের ভিড়। রীতিমতো উৎসবের আমেজ। কারণ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় যে আসছেন তাদের ক্লাবের হয়ে খেলতে। এখনও চূড়ান্ত কিছু না হলেও তারা ধরেই নিয়েছেন লা পার্শিয়ানদের হয়ে খেলবেন মেসি। তাকে বরণ করে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চান না তারা।

বার্সেলোনাকে কি পারবে মেসিকে ধরে রাখতে? বেতেভের লা পোর্তেরিয়া প্রোগ্রাম অনুযায়ী, মেসিকে ধরে রাখার সব পথ এখনও বন্ধ হয়ে যায়নি বার্সেলোনার। বার্সা ক্লাবের সিইও ফেরান রিভার্তার 'মিরাকল' কিছু ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কি সেই পথ তা জানাতে পারেনি তারা। তবে পিএসজিতে যাতে যোগ না দিতে পারেন তারজন্য ইতোমধ্যেই ইউরোপিয়ান কমিশনের কোর্ট অব আপিলের কাছে অভিযোগ করেছে তারা।

ছুটি কাটিয়ে গত শুক্রবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে গিয়েছিলেন মেসি। তখন পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। কিন্তু এরপরই হুট করে সব পাল্টে যায়। তাদের চুক্তি আটকে দেয় লা লিগা। তাদের বেঁধে দেওয়া আর্থিক ও কাঠামোগত নিয়মের বেড়াজালে পরে প্রাণ প্রিয় ক্লাব ছাড়তে হচ্ছে মেসিকে।

আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভাঙ্গুরদিয়ার সংবাদ অনুযায়ী, করোনাভাইরাসের মহামারির জন্য আর্থিক ও কাঠামোগত নিয়মে কিছুটা শিথিল করার আশ্বাস দিয়েছিল লা লিগা। কিন্তু বার্সেলোনা লা লিগার সিভিসি চুক্তি মেনে নেওয়ায় যতো বিপত্তি ঘটে। এ চুক্তির বিপক্ষে থাকায় শেষ দিকে সিদ্ধান্ত পাল্টে ফেলে লিগ কর্তৃপক্ষ। তাই মেসিকে স্বাক্ষর করানোর পথটা বন্ধ হয়ে যায় কাতালানদের।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago