নেইমার-এমবাপের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি

বর্তমান সময়ের সেরা তারকাদের তালিকা করলে শুরুর দিকেই থাকবে নেইমার ও কিলিয়ান এমবাপের নাম। সে দুই তারকার দল পিএসজিতে একত্রে খেলবেন তর্ক সাপেক্ষের সর্বকালের সেরা লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আলাদা রোমাঞ্চ অনুভব করছেন এ আর্জেন্টাইন। এ তারকাদ্বয়ের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

লা লিগার বেঁধে দেওয়া আর্থিক ও কাঠামোগত নিয়মের বেড়াজালে পড়ে এবার বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। অথচ বার্সেলোনার সঙ্গে মৌখিক চুক্তিটা আগেও হয়ে গিয়েছিল। ছুটি কাটিয়ে আনুষ্ঠানিক চুক্তি করতে গিয়েই জানলেন, বার্সায় আর থাকতে পারবেন না তিনি। পর পাঁচ দিনের দেন দরবার শেষে আগের দিন যোগ দেন পিএসজিতে। রীতিমতো বীরোচিত সংবর্ধনা দিয়েই এ মহা তারকাকে স্বাগত জানায় প্যারিসবাসী।

এবার শুরু হচ্ছে মেসির নতুন মিশন। যে মিশনে থাকছেন তার পুরনো সঙ্গী নেইমার ও বিশ্বকাপ জয়ী তরুণ এমবাপে। তাদের সঙ্গে শুরু করতে যেন তর সইছে না মেসির, 'নেইমার ও এমবাপের সঙ্গে সঙ্গে খেলা হবে অসাধারণ। অবিশ্বাস্য স্বাক্ষর করা হয়েছে। আমি অনুশীলন এবং প্রতিযোগিতা শুরু করার জন্য খুবই রোমাঞ্চিত। আমি এটি সর্বোত্তমভাবে করব এবং এটি সবসময়ই দারুণ হবে।'

সবমিলিয়ে বেশ খুশিই মেসি। শুধু নেইমার ও এমবাপেই নন, নতুন সব সতীর্থদের সঙ্গে খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি, 'আমি খুব খুশি। আমার চলে আসা খুব কঠিন ছিল। অনেক বছর হয়ে গেছে এবং এতো দিন পরে পরিবর্তন করা কঠিন। আমি এখানে আসার আনন্দও দারুণ। আমি অনুশীলন শুরু করতে চাই, আমি চাই এটি দ্রুত ঘটুক। আমি আর নিতে পারছি না। আমি আমার সহকর্মীদের এবং কোচিং স্টাফদের সাথে দেখা করতে মুখিয়ে আছি। নতু পর্যায়টি শুরু করার জন্য উন্মুখ।'

এছাড়া প্যারিসবাসীর এমন বিরচিত অভ্যর্থনার জন্য তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি এ আর্জেন্টাইন, 'প্রেসিডেন্ট এবং লিওনার্দো আমার যা করেছে তার জন্য ধন্যবাদ জানাই। সবকিছু কত দ্রুত এবং সহজ ছিল। এতো অল্প সময়ে সব ঠিক করা কঠিন ছিল। আমি এখানে থাকতে পেরে খুশি এবং রোমাঞ্চিত। আমি জিততে চাই। পিএসজি একটি উচ্চাভিলাষী ক্লাব এবং আমরা সব কিছুর জন্য লড়াই করতে প্রস্তুত। আমি শিরোপা জিততে চাই, এজন্যই আমি এই ক্লাবে এসেছি। আমার আগমনে প্যারিসবাসীদের অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। এটা সত্যিই অসাধারণ ছিল।'

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

30m ago