নাটোরে সড়ক নির্মাণে অনিয়মে স্বপ্রণোদিত হয়ে মামলা নিলেন আদালত

নাটোর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবেদন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর স্বপ্রণোদিত হয়ে মামলা নিয়ে তা তদন্তে পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার বিকেলে নাটোর চিফ জুডিশিয়াল আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই নির্দেশ দেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা চিফ জুডিশিয়াল আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।

তিনি জানান, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, একই প্রতিবেদনের আলোকে আলাদা ঘটনায় আলাদা দুইটি মামলা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে আদেশে। একইসঙ্গে ক্ষতির পরিমাণ নির্ধারণসহ স্থানীয় সরকার বিভাগের নাটোরের নিবার্হী প্রকৌশলী এবং সিংড়া ও লালপুর উপজেলা প্রকৌশলীকে তদন্তে সার্বিক সহায়তা প্রদান করতে বলা হয়েছে।

মামলায় বলা হয়েছে, গত ৯ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনের নাটোর প্রতিনিধি ইসাহাক আলীর প্রতিবেদনে সড়ক নির্মাণের নানা দিক নিয়ে প্রতিবেদন করা হয়েছে। সেখানে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাক্ষাৎকার ও কর্মকর্তাদের সাক্ষাৎকার সহকারে প্রতিবেদনে প্রতীয়মান হয়েছে, ঠিকাদাররা ইচ্ছাকৃতভাবে জেনে-বুঝে রাস্তার কাজে অনিয়ম করে সরকারি সড়কের ক্ষতি ও কার্যাদেশের শর্ত ভঙ্গ করে অপরাধমূলক কাজ করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। এজন্য আলাদাভাবে তদন্ত করে ক্ষতির পরিমাণ, জড়িতদের নাম ঠিকানা নিরূপণ প্রয়োজন। তাই বিস্তর তদন্তের জন্যে নাটোর পিবিআইর পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৯ আগস্ট নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের গোধরা এলাকা ও সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া এলাকাসহ জেলার আরও কয়েকটি রাস্তা নির্মাণে দরপত্র অনুযায়ী কাজ না করে নিম্নমানের উপকরণ ব্যবহার করা নিয়ে প্রতিবেদন প্রচার করে ওই বেসরকারি টেলিভিশন।

Comments

The Daily Star  | English

CU returns to merit-based hall seat allocations shedding political influence

Food quality, cleanliness issues still persist, say students

54m ago