আরও দুই বছর বাড়ছে ডমিঙ্গোর চুক্তি

domingo
ছবি: ফিরোজ আহমেদ

২০১৯ সালের অগাস্টের দুই বছরের চুক্তিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো। অম্ল-মধুরে মেশানো তার পথচলা আরও দুই বছর বাড়াতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে পরের  ওয়ানডে বিশ্বকাপ। সেই পর্যন্ত বাংলাদেশেরর প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোই থাকছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান,  'হ্যাঁ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আমরা ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়াতে চলেছি। কোচিং স্টাফের অন্য সদস্যের বেলাতেও শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছাব।'

ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টেস্ট হারে বাংলাদেশ। ভারত ও পাকিস্তান সফরেও গিয়েও মিলেছে কেবল হতাশা। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে পারফরম্যান্স ছিল একদম শতভাগ।

শ্রীলঙ্কা সফরেও ভাল ফল আসেনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আছে ওয়ানডে সিরিজ জেতার সফলতা। চলতি বছর জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রতিকূল কন্ডিশনে তিন সংস্করণে সিরিজ জেতে দেশে ফেরে বাংলাদেশ দল।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় তার সময়ের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে মূল তারকাদের ছাড়া খেলতে আসা অজি অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে সাফল্য আনতে  বাংলাদেশ খেলেছে অতি মন্থর ও টার্নিং উইকেটে।

সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সফরে বিশ্বকাপ স্কোয়াডের একজন খেলোয়াড়কেও পাঠাচ্ছে না কিউইরা। ডমিঙ্গোর আশা এই সিরিজে খেলা হবে স্পোর্টিং উইকেটে। যাতে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও তারা সেরে নিতে পারবেন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago