‘লটারি পাওয়া’ নায়ক জসিম

‘লটারি পাওয়া’ খ্যাত নায়ক জসিম। যার ছবি দিয়ে লটারি বিষয়ক কথা লিখে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি পোস্ট করেন। এর কারণ হলো অনেক সিনেমায় লটারি জিতেছেন তিনি। গুন্ডাদের কাছে লটারির টাকা হারিয়ে নিঃস্বও হয়েছেন।
নায়ক জসিম। ছবি: সংগৃহীত

'লটারি পাওয়া' খ্যাত নায়ক জসিম। যার ছবি দিয়ে লটারি বিষয়ক কথা লিখে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি পোস্ট করেন। এর কারণ হলো অনেক সিনেমায় লটারি জিতেছেন তিনি। গুন্ডাদের কাছে লটারির টাকা হারিয়ে নিঃস্বও হয়েছেন।

সেই লটারি খ্যাত নায়ক জসিমের জন্মদিন আজ। ১৯৫১ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মেছিলেন তিনি। তার পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন।

জসিম অভিনীত প্রথম সিনেমার নাম 'দেবর'। নায়ক হয়ে প্রথম অভিনয় করেন 'মোকাবেলা' সিনেমায়। খলনায়ক হয়ে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। নায়ক হিসেবে ১২০টির বেশি সিনেমায় দেখা গেছে তাকে।

এফডিসিতে নায়ক জসিমের নামে 'মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর' আছে। সুপারস্টার এই নায়ক '৭১ সালে স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন। সেই কারণে মানুষ তাকে আরও সম্মান করতেন।

নায়ক জসিমের প্রথম স্ত্রীর নাম সুচরিতা। দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের প্রথম সিনেমা 'মুখ ও মুখোশ'র নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিন। এই দম্পতির তিন ছেলে সামি, রাতুল ও রাহুল।

জসীম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—দেবর, রংবাজ, দোস্ত দুশমন, মহেশখালির বাঁকে, বারুদ, বদলা, কসাই, বাহাদুর, এক মুঠো ভাত, সুন্দরী আসামী হাজির, প্রতিহিংসা, মান-সম্মান, লাইলী মজনু, নাজমা, গাদ্দার, সবুজ সাথী, সিআইডি, লাভ ইন সিঙ্গাপুর, অভিযান, আক্রোশ, দি রেইন, কুয়াশা, প্রতিজ্ঞা, এপার-ওপার, নিশানা, নিষ্পাপ, নিঃস্বার্থ, নিষ্ঠুর, স্বামীর আদেশ, দুই রংবাজ, প্রেম লড়াই, হিরো, শত্রুতা, ভাই আমার ভাই, ভরসা, মাস্তান রাজা, সারেন্ডার, স্বামী কেন আসামী, মেয়েরাও মানুষ, ভালোবাসার ঘর, ঘাত-প্রতিঘাত, পরাধীন, লাট সাহেব, কালিয়া, বিজয়, ছোট বউ, জিদ্দি, ওমর আকবর, রক্তের বদলা, চিরশত্রু, লক্ষ্মীর সংসার, লালু মাস্তান, টাইগার, কাজের বেটি রহিমা, বাংলার নায়ক প্রভৃতি।

কিংবদন্তি নায়ক জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর ৪৭ বছর বয়সে মারা গিয়েছিলেন।

তথ্যঋণ: আনন্দধারা, চিত্রালী

Comments

The Daily Star  | English

Sri Lanka picks Marxist-leaning Dissanayake as president to fix economy

Sri Lanka's Marxist-leaning Anura Kumara Dissanayake was declared the winner of the debt-laden island nation's presidential election by the polling body on Sunday

2h ago