রক্তাক্ত ১৫ আগস্ট
বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের মাঝে বেড়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাই, ১৯৭৫ সালে মৃত্যুর আগে বঙ্গবন্ধু হত্যাকারীদের জিজ্ঞেস করেছিল, 'তোমরা কী চাও?', এর গভীরতা বোঝার বা এর জবাব দেওয়ার সাহস ঘাতকদের ছিল না। তারা ভেবেছিল ১৮টি বুলেট দিয়ে বাঙালির আদর্শকে চিরতরে নির্মূল করে দেবে।
কিন্তু, স্বাধীন বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, শোষণের বিপক্ষে প্রতিটি শব্দে, নির্যাতনের বিরুদ্ধে মিছিল কিংবা বাংলাদেশের প্রকৃত মুক্তি সংগ্রাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা অসম্ভব।
Comments