মাজিয়াকে হারিয়ে এএফসি কাপে বসুন্ধরার শুভ সূচনা

ছবি: টুইটার

প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে যাওয়া বসুন্ধরা কিংস লিড ধরে রাখল শেষ বাঁশি বাজা পর্যন্ত। পাশাপাশি নিজেদের জাল অক্ষত রেখে এএফসি কাপে শুভ সূচনা করল বাংলাদেশের পরাশক্তিরা।

বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে আসরের 'ডি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দেশের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। মোহামেদ ইরুফানের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর তাদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন রবসন দা সিলভা রবিনহো।

বল দখলে এগিয়ে ছিল মাজিয়া। ৫৭ শতাংশ সময়ে বল পায়ে রাখে তারা। তাদের নেওয়া ১৬টি শটের তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, কিংস ১৫টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে চারটি।

ম্যাচের প্রথম দিকে আক্রমণে দাপট দেখায় মাজিয়া। ১১তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী বসুন্ধরার অধিনায়ক তপু বর্মণের ভুল পাস ধরে আক্রমণে ওঠে দলটি। কিন্তু হামজা মোহামেদের চিপে বল চলে যায় ক্রসবারের সামান্য উপর দিয়ে।

শুরুতে চেনা রূপে না থাকা বসুন্ধরা নিজেদের গুছিয়ে নিতে বেশ সময় নেয়। ২৫তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়েও যায় তারা। নিজেদের অর্ধ থেকে খালিদ শাফির বাড়ানো বল দখলে নেওয়ার চেষ্টায় ছিলেন রাউল বেসেরা। তিনি বল ধরার আগেই বিপদমুক্ত করার চেষ্টা করেন ইরুফান। মাজিয়ার গোলরক্ষক মিরজোখিদ মারমাতখানভের মাথার উপর দিয়ে তার শট জড়ায় জালে।

ধীরে ধীরে আধিপত্য বিস্তার করা কিংস দ্বিতীয় গোলের দেখা পায় ৪০তম মিনিটে। পাল্টা আক্রমণে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বল বুলেট গতির শটে মারমাতখানভকে বোকা বানান তিনি।

বিরতির পর ম্যাচের ৬০তম মিনিটে বেসেরার ভলি লক্ষ্যে থাকেনি। কিছুক্ষণ পর রবিনহোর শটও হয় লক্ষ্যভ্রষ্ট। মাজিয়া ম্যাচে ফিরতে মরিয়া থাকলেও কিংসের রক্ষণদেয়াল ভাঙতে পারেনি। নির্ধারিত সময়ের শেষদিকে দারুণ একটি সুযোগ পেয়েছিল তারা। তবে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট পোস্টের উপর দিয়ে চলে যায়।

দারুণ জয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আগামী ২১ অগাস্ট নিজেদের পরের ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে অস্কার ব্রুজোনের দল। 'ডি' গ্রুপের প্রথম ম্যাচে নিজ দেশের এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরেছে বেঙ্গালুরু।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago