পিএসজি থেকে একজন আসছে রিয়াল মাদ্রিদে: ক্রুস

গুঞ্জনটা নতুন কিছু নয়। ২০১৮ বিশ্বকাপে নজরকারা পারফরম্যান্সের পর থেকেই শুরু। এরপর প্রতিটি ট্রান্সফার উইন্ডোতে গুঞ্জন ওঠে, পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। যদিও এখন প্যারিসেই আছেন এ ফরাসি তরুণ। তবে এবার হয়তো রিয়ালের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এমন ইঙ্গিতই দিয়েছেন দলের অন্যতম সেরা তারকা জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। 

চলতি মৌসুমে বেশ সাড়া জাগিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। লা লিগার আর্থিক নিয়মনীতির বেড়াজালে আটকে কাতালান ক্লাব ছাড়তে হয় তাকে। তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বার্সা। অন্যদিকে তার এই ট্রান্সফারই রিয়ালকে বড় সুযোগ তৈরি করে দিয়েছে এমবাপেকে আনার।

সম্প্রতি নিজের ভাইয়ের সঙ্গে চালানো একটি পডকাস্টে মেসির প্রসঙ্গে কথা বলতে গিয়ে রীতিমতো বোমা ফাটান ক্রুস, 'দেখা যাক সবকিছু কীভাবে এগোয়। মেসি পিএসজিতে যাওয়ায় হয়তো আমাদের জন্য ভালোই হবে। কারণ আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল তাদের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। এখন সে ধারাবাহিকতায় আরও ভালো কিছু হতে পারে। হয়তো পিএসজি থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবে… আমি জানি না।'

তবে কোন খেলোয়াড় তাদের দলে আসতে পারে সেটা খুলে বলেননি ক্রুস। কিন্তু তিনি যে এমবাপেকে বুঝিয়েছেন, তা না বললেও চলে। তবে বেশ কিছু স্প্যানিশ ও ফরাসি সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, এমবাপে তার সতীর্থদের জানিয়েছেন, চলতি মৌসুমটা পিএসজিতেই থাকতে চান তিনি।

পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ মৌসুম শেষেই ফুঁড়বে। আর ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করতে চাইছেন না এ তরুণ। তাই আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। পিএসজি নিশ্চিতভাবেই চাইবে না তাকে বিনে পয়সায় ছেড়ে দিতে। সেক্ষেত্রে জল যে কোনো দিকেই গড়াতে পারে।

যদিও এমবাপেকে ধরে রাখতে মরিয়া পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। মেসিকে দলে টানার পর তার প্রসঙ্গে বলেছিলেন, 'এমবাপে খুব লড়াকু মনোভাবের। বলা হয়েছিল, সে চায় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী দল। এখন আর এমন কোনো অজুহাতের সুযোগ নেই।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago