বনানীতে ৬তলা ভবনে আগুন

রাজধানীর বনানী এলাকার একটি ভবনে আজ শনিবার সকালে আগুন লেগেছে।

সকাল সোয়া ৯টার দিকে ছয় তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা খানম বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

1h ago