মানে-জোতার লক্ষ্যভেদে লিভারপুলের টানা দ্বিতীয় জয়

ছবি: রয়টার্স

৬৭ শতাংশ সময়ে বল থাকল লিভারপুলের দখলে। প্রতিপক্ষ বার্নলির গোলমুখে ২৭টি শট নিয়ে নয়টি তারা রাখল লক্ষ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগের একপেশে লড়াইয়ে জয় নিয়েই মাঠ ছাড়ল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-০ গোলে জিতেছে অলরেডসরা। স্বাগতিকদের পক্ষে দুই অর্ধে একবার করে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।

প্রথমার্ধে লিভারপুলের হয়ে মোহামেদ সালাহ ও দ্বিতীয়ার্ধে বার্নলির পক্ষে অ্যাশলে বার্নস জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন। কিন্তু তারা অফসাইডে থাকায় বাতিল হয় গোল দুটি।

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া লিভারপুল এগিয়ে যায় ১৮তম মিনিটে। কন্সতান্তিনোস সিমিকাসের মাপা ক্রসে হেড করে প্রতিপক্ষ গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করেন জোতা। তিন মিনিট পর পাল্টা আক্রমণে ওঠে বার্নলি। ডোয়াইট ম্যাকনিলের প্রচেষ্টা রুখে দেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন।

২২তম মিনিটে সালাহর শট আটকে দেন পোপ। নয় মিনিট পর মানের শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোল হজম করতে পারত লিভারপুল। ম্যাথু লুটনের ফ্রি-কিক এগিয়ে এসে ধরতে গিয়ে গড়বড় করে ফেলেন অ্যালিসন। জেমস তারকোভস্কির হেড অল্পের জন্য জালে না ঢুকলে সমতায় ফেরা হয়নি বার্নলি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন সফরকারীদের বার্নস। কিন্তু তিনি ছিলেন অফসাইডে। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মানে। চার মিনিট পর দারুণ সেভে তাকে হতাশায় পোড়ান পোপ। ৬৯তম মিনিটে আক্ষেপ এড়িয়ে দলকে উল্লাসে মাতান মানে। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের রক্ষণচেরা পাসে বুলেট গতির শটে নিশানা খুঁজে নেন তিনি।

বাকি সময়ে ব্যবধান বাড়িয়ে নেওয়ার একাধিক সুযোগ হাতছাড়া করে লিভারপুল। ৭৩তম মিনিটে জোয়েল মাতিপের প্রচেষ্টা গোললাইন থেকে বিপদমুক্ত করেন বার্নস। ৮৬তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড সালাহর নিখুঁত ক্রসে পা ছোঁয়াতে পারেননি মানে। যোগ করা সময়ে বার্নলিকে সান্ত্বনাসূচক গোল পাওয়া থেকে বঞ্চিত করেন অ্যালিসন।

টানা দ্বিতীয় জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে লিভারপুল। দুই ম্যাচে তাদের অর্জন পূর্ণ ৬ পয়েন্ট। আসরের প্রথম ম্যাচে নরউইচ সিটির মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago