বাংলাদেশের বিপক্ষে অ্যালেনের বদলি হেনরি

বাংলাদেশের পা রাখার এক দিন পরই কোভিড-১৯ পজিটিভ হয়েছে ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন। তাই তার পরিবর্তে একজন খেলোয়াড় পাঠাচ্ছে নিউজিল্যান্ড দল। তবে একজন বাড়তি পেসার ম্যাট হেনরিকে সুযোগ দিচ্ছে দলটি।

ওয়ানডে ক্রিকেটে নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টিতে খুব বেশি অভিজ্ঞ নন হেনরি। ৫৫টি ওডিআই ম্যাচ খেললেও এখন পর্যন্ত মাত্র ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই পেসার। তবে করোনাভাইরাসে অ্যালন আক্রান্ত হওয়ায় ফের তাকে সুযোগ করে দিয়েছে এ সংস্করণে।

অবশ্য সিরিজের শুরু থেকেই থাকতে পারছেন না হেনরি। আগামী সোমবার নিউজিল্যান্ড থেকে রওনা দিবেন পেসার। মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। সিরিজের প্রথম ম্যাচ বুধবার।

তবে একজন ওপেনিং ব্যাটসম্যানের জায়গায় পেসারকে বেছে নেওয়ায় কিছুটা হলেও চমক উপহার দিয়েছে কিউইরা। আর তার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান কোচ গ্যারি স্টেড। বাংলাদেশ সফরে না আসলেও ক্রাইস্টচার্চ থেকেই এর ব্যাখ্যা দিয়েছেন। করোনাভাইরাসের এ সময়ে পর্যাপ্ত বিকল্প না থাকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

'অবশ্যই ফিনের (অ্যালেন) বদলি হিসেবে ম্যাট সম্ভাব্য একরকম নয়। এখনকার পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে দলে যোগ দেওয়ায় সবচেয়ে উপযুক্ত সে-ই। কোভিড-১৯ টিকার দুটি ডোজই তার নেওয়া আছে এবং দেশে ফেরার পর তার জন্য এমআইকিউ বেড আগে থেকেই সংরক্ষিত আছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনায়ও সতর্ক থাকতে হবে আমাদের।' - হেনরিকে নেওয়ার ব্যাখ্যায় বলেন কোচ।

অন্যদিকে অ্যালেন এখন টিম হোটেলেই আইসোলেশনে আছেন। বদলি চলে এলেও তিনি থাকছেন দলের সঙ্গেই। পরপর দুই দিন কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন এ ওপেনার।

Comments

The Daily Star  | English

No real relief for the poor

As prices soar, poor and middle-class struggle with rising cost of living

14h ago